শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সিলেটে ২০০ টাকার জন্য যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মোবাইল বিক্রির পাওনা ২০০ টাকার জন্য সিলেটে খুন হয়েছেন এক যুবক। হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর হাওলাদারপাড়ার মজুমদার পল্লীতে হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। নিহত রাজু দাস (২২) মজুমদার পল্লীর দুলাল চন্দ্র দাসের ছেলে। হত্যাকান্ডের ঘটনায় আটক সজীব রায় (২০) সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আনন্দপুর গ্রামের গোপি রায়ের ছেলে। সে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন দুসকী এলাকায় একটি বাসায় ভাড়া থাকত। নিহতের ভাই সূর্য দাস পুলিশকে জানায়, মোবাইল ক্রয়-বিক্রয়ের পাওনা ২০০ টাকা নিয়ে দুসকী এলাকার গোপী রায়ের ছেলে সজিবের সঙ্গে বৃহস্পতিবার বিকালে রাজুর ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে সজিব ও তার সহযোগী ২-৩ জন মিলে রাজুকে ডেকে নিয়ে মজুমদার পল্লী এলাকার বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করে। রাজুর চিৎকার শুনে আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন মিলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর