সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
খুলনায় কলেজছাত্র হত্যা

মা-ছেলের যাবজ্জীবন বাবা বেকসুর খালাসf

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার সরকারি সুন্দরবন কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র সুদর্শন রায় (২৫) হত্যা মামলায় আসামি মা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে খুলনার আদালত। দন্ড প্রাপ্তরা হলেন, ডুমুরিয়ার মির্জাপুর গ্রামের বিপুল বিশ্বাসের স্ত্রী দ্রৌপদী বিশ্বাস (৪৫) ও ছেলে কংকন বিশ্বাস (২২)। মামলার আরেক আসামি দ্রৌপদীর স্বামী বিপুল বিশ্বাসকে বেকসুর খালাস দিয়েছে আদালত। রায় ঘোষণাকালে আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। গতকাল খুলনার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন। জানা যায়, আসামি দ্রৌপদী বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদন্ড এবং তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। আরেক আসামি কংকন বিশ্বাসকে ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

জানা যায়, ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি রাতে বটিয়াঘাটা বুনারাবাদ গ্রামের সুকুমার রায়ের পুত্র সুদর্শন রায়কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এরপর লাশটি গুম করার উদ্দেশে ডুমুরিয়া মির্জাপুর গ্রামের অরুণ কুমার মহলদারের পুকুর পাড়ের বেড়িবাঁধের ওপর ফেলে রাখা হয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মামা দীনবন্ধু মন্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায় দন্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করেন যার নম্বর ২৩। ২০১৮ সালের ২৯ জানুয়ারি তদন্ত কর্মকর্তা তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর