বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আইসিসি বাংলাদেশের সহসভাপতি হলেন এ কে আজাদ

নিজস্ব প্রতিবেদক

আইসিসি বাংলাদেশের সহসভাপতি হলেন   এ কে আজাদ

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও দেশের শীর্ষ পোশাকপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইসিসি বাংলাদেশের নির্বাহী বোর্ডের বৈঠকে দেশের এই বিশিষ্ট ব্যবসায়ীকে সহসভাপতি নির্বাচিত করা হয়। গত বছর ১ জুলাই ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মৃত্যুতে আইসিসিবির সহসভাপতি পদটি শূন্য হয়।

এ কে আজাদ এর আগে এ সংগঠনের নির্বাহী বোর্ডের সদস্য ছিলেন। এখন তাকে সহসভাপতি নির্বাচিত করা হলো।

জানা যায়, ১৯৮৪ সালে এ কে আজাদের উদ্যোগে হা-মীম গ্রুপের যাত্রা শুরু হয়। এ কে আজাদের সফল নেতৃত্বে হা-মীম গ্রুপ তৈরি পোশাক ছাড়াও দৈনিক পত্রিকা, টেলিভিশন, চা-বাগান, পরিবহন, রাসায়নিক প্লান্ট, সোয়েটার কারখানা, কার্টন ফ্যাক্টরি, জুটমিল, পলিব্যাগ ও লেবেল কারখানা, অ্যামব্রয়ডারি কারখানা, সিঅ্যান্ডএফ ব্যবসা পরিচালনা করছে।

এ কে আজাদ এর আগে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতৃত্ব দেন। এরও আগে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। এ কে আজাদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির (অ্যালাম্নাই অ্যাসোসিয়েশন) সভাপতি এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক।

আইসিসি বিশে^র ১৩৪টি দেশে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যিক বিধিবিধান প্রণয়ন, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে সরকারগুলোকে ধারণা দেওয়াসহ বিভিন্ন কাজ করে থাকে সংগঠনটি। ২০১৬ সালে সংগঠনটি জাতিসংঘের সাধারণ পরিষদে পর্যবেক্ষকের স্বীকৃতি পায়। বাংলাদেশে এর যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। বর্তমানে আইসিসিবির সভাপতির দায়িত্ব পালন করছেন ইটিবিএল হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর