খুলনায় সমন্বয়হীন উন্নয়নে ভোগান্তি নিয়ে বিভিন্ন নাগরিক সংগঠনের আন্দোলনের মধ্যেই দ্বিপক্ষীয় বৈঠক করেছে কেডিএ ও কেসিসি। প্রায় চার বছর পর দুই প্রতিষ্ঠানের মধ্যে বৈঠকে শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে কেডিএর নির্মিত সড়ক সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা ও লাভজনক অবকাঠামো হস্তান্তর নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, ‘সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে কেডিএ আয় করবে আর বাসস্ট্যান্ড বাইপাস সংযোগ সড়ক মেরামতে আমরা টাকা ব্যয় করব তা হবে না। কোনো নিম্নমানের সড়ক আমরা নেব না। প্রয়োজনে মন্ত্রণালয়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’ গতকাল কেডিএর সম্মেলন কক্ষে দুই পক্ষের এই বৈঠক অনুষ্ঠিত হয়। জানা যায়, খুলনার বাস্তুহারা সিটি বাইপাস ও সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড সড়ক দুটি নির্মাণের দুই বছরের মধ্যে কার্পেটিং খোয়া উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কেডিএ বা কেসিসি কোনো পক্ষই সড়ক দুটি মেরামত না করায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। এ ছাড়া কেডিএ নির্মিত আবাসিক এলাকাগুলোতে বর্জ্য ডাম্পিং পয়েন্ট না থাকায় পরিচ্ছন্নতা কাজে কেসিসিকে নাজেহাল হতে হয়। জানা যায়, সমন্বয়হীনতায় এ ভোগান্তি নিয়ে ১৫ ফেব্রুয়ারি কেডিএর সামনে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। কেডিএর প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম জানান, ২০১৭ সালের পর শীর্ষ পর্যায়ের এ আনুষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হলো। কেডিএ রাস্তাঘাট-ড্রেন তৈরির পর নিয়মানুযায়ী তা হস্তান্তর করবে। রাস্তা করার পর তার পাশের বিল্ডিং থেকে হোল্ডিং ট্যাক্স কেসিসি নেয়, তাহলে ওই বাড়িতে যারা বসবাস করেন, তাদের চলাচলের রাস্তাটা ভালো করার দায়িত্ব কেসিসির। আমরা মেইনটেনেন্স করার ফান্ড পাই না, হোল্ডিং ট্যাক্সও নেই না। এদিকে কেডিএ নির্মিত লাভজনক অবকাঠামো নিউমার্কেট, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডকে কেসিসির কাছে হস্তান্তরের দাবি জানানো হলেও তার সুযোগ নেই বলছে কেডিএর কর্মকর্তারা। তারা বলেন, ২০০৪ ও ২০১১ সালে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে দুই দফায় জানানো হয়েছে নিউমার্কেট, বাসস্ট্যান্ড হস্তান্তরের কোনো সুযোগ নেই। সে ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে নতুন সিদ্ধান্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
খুলনায় সমন্বয়হীনতায় ভোগান্তির দায় কার
চার বছর পর কেডিএ-কেসিসি বৈঠক, তুমুল বিতর্ক
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর