কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া আরও ২ হাজার ২৬০ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১১ হাজার ৮৫২ জন রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর হলেন। গতকাল সকাল ১০টা ২০ মিনিটে দুটি, বেলা ১১টা ১৫ মিনিটে দুটি এবং দুপুর সাড়ে ১২টায় দুটি জাহাজ তাদের নিয়ে পতেঙ্গা বোট ক্লাবসংলগ্ন জেটি ছেড়ে যায়। জাহাজগুলো ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা নিয়ে দুপুর ২টা থেকে বিকাল ৩টার মধ্যে ভাসানচরে পৌঁছে বলে জানিয়েছেন নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক। সেখানে নৌবাহিনীর দায়িত্বরত সদস্যরা তাদের ভাসানচরে স্বাগত জানান। এ দফায় রোহিঙ্গাদের মঙ্গলবার রাতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রামে আনা হয়। গতকাল ভোর থেকে নৌবাহিনীর তত্ত¡াবধানে তাদের জাহাজে ওঠানো হয়। রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রায় ১২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিয়েছি। আগামীতে স্বেচ্ছায় যেতে আগ্রহী আরও রোহিঙ্গাকে সেখানে পাঠানো হবে।’ প্রসঙ্গত, মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার হয়ে তিন বছর আগে ১০ লক্ষাধিক রোহিঙ্গা টেকনাফ ও উখিয়া সীমান্তের বিভিন্ন এলাকায় আশ্রয় নেন। এর আগে থেকে ২ লক্ষাধিক রোহিঙ্গা কক্সবাজারের নিবন্ধিত ক্যাম্পে অবস্থান করে আসছেন। ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সবচেয়ে বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেন। এদিকে কক্সবাজারের মাত্র দুটি উপজেলায় লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় পরিবেশ, সামাজিক বিপর্যয়সহ নানা সমস্যা দেখা দিলে সরকার ১ লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন শুরু হয়। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ আশ্রয়ণ প্রকল্পে গত বছর ধাপে ধাপে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু হয়।
শিরোনাম
- শেবাচিমে নতুন কেবিন ব্লক ও ফোয়ারা উদ্বোধন
- জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ উপজেলা
- সিলেটের যেসব এলাকায় বুধবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- সরাইলে ৭৩০ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
- লাকসামে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
- প্রাইমারিতে ‘শারীরিক শিক্ষা’ পদ পুনর্বহালের দাবি
- কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল
- আকবরের নেতৃত্বে বাংলাদেশের দল ঘোষণা
- মাদারীপুর-১ আসনে কামাল মোল্লার মনোনয়ন স্থগিত
- সাবেক আইনমন্ত্রীর বান্ধবীর আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে হবে : মৎস্য উপদেষ্টা
- পেঁয়াজের কেজি ছাড়ালো ১০০ টাকা
- জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দুর্নীতি হয়েছে ২১১০ কোটি টাকা : টিআইবি
- বিসিবিকে রুবেলের খোঁচা
- জবি ছাত্র জোবায়েদ হত্যা মামলায় বর্ষার জামিন নামঞ্জুর
- চোটে বিগ ব্যাশ থেকে ছিটকে গেলেন অশ্বিন
- রংপুরে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে খুলল নতুন দুয়ার
- আসিয়ানে ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আগ্রহ পুনর্ব্যক্ত বাংলাদেশের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইট নিয়ে নির্দেশনা
- সারা দেশে পুলিশের অভিযান, গ্রেফতার ১৬৪১
ভাসানচরে স্থানান্তর হলো আরও ২২৬০ রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর