কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেওয়া আরও ২ হাজার ২৬০ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১১ হাজার ৮৫২ জন রোহিঙ্গা ভাসানচরে স্থানান্তর হলেন। গতকাল সকাল ১০টা ২০ মিনিটে দুটি, বেলা ১১টা ১৫ মিনিটে দুটি এবং দুপুর সাড়ে ১২টায় দুটি জাহাজ তাদের নিয়ে পতেঙ্গা বোট ক্লাবসংলগ্ন জেটি ছেড়ে যায়। জাহাজগুলো ২ হাজার ২৬০ জন রোহিঙ্গা নিয়ে দুপুর ২টা থেকে বিকাল ৩টার মধ্যে ভাসানচরে পৌঁছে বলে জানিয়েছেন নৌবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক। সেখানে নৌবাহিনীর দায়িত্বরত সদস্যরা তাদের ভাসানচরে স্বাগত জানান। এ দফায় রোহিঙ্গাদের মঙ্গলবার রাতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রামে আনা হয়। গতকাল ভোর থেকে নৌবাহিনীর তত্ত¡াবধানে তাদের জাহাজে ওঠানো হয়। রিয়ার অ্যাডমিরাল মোজাম্মেল হক উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রায় ১২ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিয়েছি। আগামীতে স্বেচ্ছায় যেতে আগ্রহী আরও রোহিঙ্গাকে সেখানে পাঠানো হবে।’ প্রসঙ্গত, মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার হয়ে তিন বছর আগে ১০ লক্ষাধিক রোহিঙ্গা টেকনাফ ও উখিয়া সীমান্তের বিভিন্ন এলাকায় আশ্রয় নেন। এর আগে থেকে ২ লক্ষাধিক রোহিঙ্গা কক্সবাজারের নিবন্ধিত ক্যাম্পে অবস্থান করে আসছেন। ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সবচেয়ে বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেন। এদিকে কক্সবাজারের মাত্র দুটি উপজেলায় লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় পরিবেশ, সামাজিক বিপর্যয়সহ নানা সমস্যা দেখা দিলে সরকার ১ লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়ন শুরু হয়। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ আশ্রয়ণ প্রকল্পে গত বছর ধাপে ধাপে রোহিঙ্গাদের স্থানান্তর শুরু হয়।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
ভাসানচরে স্থানান্তর হলো আরও ২২৬০ রোহিঙ্গা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর