বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

অফিসে ৫০ শতাংশ উপস্থিতি বাস্তবায়ন হচ্ছে : ফরহাদ

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্প্রতি ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। এর মধ্যে একটি নির্দেশনা ছিল- অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে কাজ করতে হবে। ইতোমধ্যেই এই নির্দেশনার বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, তার মন্ত্রণালয় এই নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করেছে। আর অন্যান্য মন্ত্রণালয়গুলোও বাস্তবায়ন করছে এবং এ হার প্রায় ৭০ শতাংশ বলে জানান প্রতিমন্ত্রী। সরকারের ১৮ দফা নির্দেশনার পরদিন শবেবরাতের সরকারি ছুটি শেষে গতকাল ছিল প্রথম কর্মদিবস। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। মাস্ক পরা নিয়ে নির্দেশনা, তাপমাত্রা পরিমাপক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর