বৃহস্পতিবার, ৬ মে, ২০২১ ০০:০০ টা
টুকরো খবর

অনলাইনে পরীক্ষা নিতে নীতিগত সিদ্ধান্ত ঢাবির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের পরীক্ষা অনলাইনে গ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ডিনস কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল হল খুলে পরীক্ষা নেওয়ার। কিন্তু পরিস্থিতি আবার খারাপ হলো। এ অবস্থায় জুনের মধ্যে সশরীরে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হলে জুলাই থেকে অনলাইনে পরীক্ষা নেওয়া যেতে পারে, এ রকম একটি সুপারিশ করা হয়েছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

অনলাইনে পরীক্ষার পদ্ধতির বিষয়ে তিনি বলেন, ‘কীভাবে এ পরীক্ষা হবে, কত সময় ধরে হবে, কত মার্কের হবে এ বিষয়গুলো স্ব-স্ব অনুষদ ঠিক করবে।’

আজ বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর