প্রায় তিন মাস পর গতকাল খুলনা নগরীর পাঁচটি হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। এর আগে চলতি বছরের ২৫ মে খুলনার করোনা হাসপাতালে মৃত্যু শূন্য ছিল। এ ছাড়া গত ১২ আগস্ট করোনায় খুলনায় সর্বনিম্ন একজনের মৃত্যু হয়। তবে ৯ জুলাই সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছিল। এদিকে খুলনা জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু কমার পাশাপাশি হাসপাতালে আক্রান্ত রোগীর ভর্তি সংখ্যাও কমছে। গতকাল নগরীর পাঁচটি হাসপাতালে রোগী ভর্তি ছিল ১৫৩ জন। হাসপাতালে শয্যা রয়েছে ৫৬৫টি। সেই হিসাবে ৭২ শতাংশ শয্যা খালি রয়েছে। খুলনা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। একইভাবে খুলনা বিভাগের ১০ জেলায় সংক্রমণ ও মৃত্যু সংখ্যা কমেছে। গতকাল বিভাগের মধ্যে চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, মাগুরা, মেহেরপুর ও সাতক্ষীরায় কেউ মারা যায়নি। তবে বাগেরহাটে একজন, কুষ্টিয়ায় সাতজন ও নড়াইলে দুজন করোনায় মারা যায়। জানা যায়, টানা লকডাউন ও স্বাস্থ্যবিধির কারণে জনসচেতনতা তৈরি হওয়ায় সংক্রমণ কমতে শুরু করেছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ২০০ শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি ৭৪ জন। জেনারেল হাসপাতালে ৮০টি শয্যার বিপরীতে সাতজন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৯০টি শয্যায় ৩৩ জন, আবু নাসের হাসপাতালে ৪৫টি শয্যায় ২৩ জন ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০টি শয্যার বিপরীতে ১৬ জন রোগী ভর্তি রয়েছে। তবে রোগীর সংখ্যা কমলেও আইসিইউ ও এইচডিইউতে রোগীর চাপ কমেনি। গতকাল খুলনার সরকারি ডেডিকেটেড ও আবু নাসের হাসপাতালে ৩০টি আইসিইউর সবকটিতে মুমূর্ষু রোগী ভর্তি ছিল। ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালের চিকিৎসাধীন ৭১ জন রোগীর মধ্যে আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ৫ জন রোগী রয়েছেন। এ ছাড়া শেখ আবু নাসের হাসপাতালে আইসিইউতে ১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বেসরকারি সিটি মেডিকেল হাসপাতালে আইসিইউতে ছয়জন, এইচডিইউতে একজন এবং গাজী মেডিকেলে আইসিইউতে একজন ও এইচডিইউতে দুজন চিকিৎসাধীন রয়েছেন।
শিরোনাম
- ‘গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত না হলে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়’
- নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
- স্ত্রী-সন্তান-জামাতাসহ পাপনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সৌদি আরবে এক সপ্তাহে ২৪ হাজার প্রবাসী গ্রেফতার
- নীলফামারীতে ‘সুখী’ অ্যাপ নিয়ে আলোচনা সভা
- নোয়াখালীতে সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে সড়ক অবরোধ
- পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
- জনমানুষের পত্রিকা বাংলাদেশে প্রতিদিন
- ট্রাক চাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু
- প্রতারণা এড়াতে রেলের অ্যাপ বা কাউন্টার থেকে টিকিট কেনার পরামর্শ
- অসামাজিক কাজের অভিযোগে আটক শিবির নেতা দল থেকে বহিষ্কার
- গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন
- ৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
- আবরার হত্যার রায় ছাত্র রাজনীতির জন্য কড়া বার্তা : অ্যাটর্নি জেনারেল
- ৭ দফা দাবিতে মুন্সিগঞ্জে এআই টেকনিশিয়ানদের মানববন্ধন
- মেহেরপুরে শিশু ধর্ষণকারীদের বিচার দাবিতে মানববন্ধন
- নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
- ডাব পাড়া নিয়ে একই পরিবারের তিনজনকে পিটিয়ে জখম
- ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৬ মার্চ
- বাংলাদেশ প্রতিদিন ১৬ বছরে পদার্পণে মাগুরায় মাদরাসায় ইফতার