শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

খুলনায় দখলদারদের হুমকিতে উন্নয়ন কাজ বন্ধ, মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ডুমুরিয়ার চুকনগরে সরকারি জমিতে উন্নয়ন কাজে বাধা দেওয়ায় অবৈধ দখলদারের বিরুদ্ধে মামলা হয়েছে। খুলনা জেলা পরিষদের সার্ভেয়ার মো. হাসান বাদী হয়ে এ মামলা করেন। বর্তমানে ওই জমিতে উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। গতকাল ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় ওহিদুল সরদার, পোল্লাদ ব্রম্ম ও রিয়াদ মোড়লসহ আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

জানা যায়, চুকনগরে যতীন-কাশেম সড়কে সরকারি জমিতে ৮৫টি অবৈধ স্থাপনা একতলা, দোতলা ভবন তৈরি করে ভাড়া আদায় করতেন প্রভাবশালী দখলদাররা। ৫০ বছর পর প্রশাসনের সহায়তায় সরকারি জমি উদ্ধার হলেও দখলদাররা পুনরায় জমি দখলে নেওয়ার চেষ্টা করছে। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশিদ জানান, জমিতে সীমানা প্রাচীর ও রাস্তা সংলগ্ন ড্রেন নির্মাণ করতে গেলে দখলদাররা বাধা দিচ্ছে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সরকারি জমির সীমানা নির্ধারণের পরও উন্নয়ন কাজ করতে গেলে শ্রমিকদের হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর