কন্যাশিশুকে মানবসম্পদে পরিণত করার জন্য বাল্যবিবাহ বন্ধ করা প্রয়োজন। বর্তমানে বিদ্যমান আইনে বিশেষ ব্যবস্থায় ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের যে বিধান রয়েছে তা থাকা উচিত নয়। কেননা আইনে ফাঁক থাকলে সে সুযোগ নিয়ে বাল্যবিবাহ অব্যাহত থাকবে। বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক সচেতনতা এবং সামাজিক জাগরণ গড়ে তুলতে হবে। গতকাল তেজগাঁওয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘সম্প্রতি করোনার কারণেই বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফরিদা ইয়াসমিন বলেন, সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে কিশোর ও তরুণদের বিশেষ সতর্কতা প্রয়োজন। ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের কারণে সমাজে বিপর্যয় নেমে আসছে। বিশেষত ফেসবুকের অপব্যবহারের কারণে সমাজে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। তাই সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিতকরণে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, করোনাকালে ১৩ শতাংশ বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে, যা গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। বাংলাদেশে বর্তমানে বাল্যবিবাহের হার ৫৯ শতাংশ। সারা বিশ্বে বাল্যবিবাহে আমরা চতুর্থ। সরকারি হিসাব অনুযায়ী গত বছর গড়ে মাসে ৫৮টি বাল্যবিবাহ হয়েছে। তাই বাল্যবিবাহ নির্মূলে যতটুকু অগ্রগতি হয়েছিল, করোনার কারণে তা আবার পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে ৮ দফা সুপারিশ প্রদান করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় শহীদ পুলিশ স্মৃতি কলেজকে পরাজিত করে ঢাকা সিটি কলেজ চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, নিশাত সুলতানা, সাংবাদিক অনিমেষ কর, শারমিন নীরা এবং সবুজ ইউনুস।
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ
বাল্যবিবাহ প্রতিরোধে প্রয়োজন সামাজিক জাগরণ
-ফরিদা ইয়াসমিন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর