কন্যাশিশুকে মানবসম্পদে পরিণত করার জন্য বাল্যবিবাহ বন্ধ করা প্রয়োজন। বর্তমানে বিদ্যমান আইনে বিশেষ ব্যবস্থায় ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ের যে বিধান রয়েছে তা থাকা উচিত নয়। কেননা আইনে ফাঁক থাকলে সে সুযোগ নিয়ে বাল্যবিবাহ অব্যাহত থাকবে। বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক সচেতনতা এবং সামাজিক জাগরণ গড়ে তুলতে হবে। গতকাল তেজগাঁওয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘সম্প্রতি করোনার কারণেই বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ফরিদা ইয়াসমিন বলেন, সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে কিশোর ও তরুণদের বিশেষ সতর্কতা প্রয়োজন। ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের কারণে সমাজে বিপর্যয় নেমে আসছে। বিশেষত ফেসবুকের অপব্যবহারের কারণে সমাজে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। তাই সোশ্যাল মিডিয়ার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিতকরণে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, করোনাকালে ১৩ শতাংশ বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে, যা গত ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি। বাংলাদেশে বর্তমানে বাল্যবিবাহের হার ৫৯ শতাংশ। সারা বিশ্বে বাল্যবিবাহে আমরা চতুর্থ। সরকারি হিসাব অনুযায়ী গত বছর গড়ে মাসে ৫৮টি বাল্যবিবাহ হয়েছে। তাই বাল্যবিবাহ নির্মূলে যতটুকু অগ্রগতি হয়েছিল, করোনার কারণে তা আবার পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে ৮ দফা সুপারিশ প্রদান করেন সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় শহীদ পুলিশ স্মৃতি কলেজকে পরাজিত করে ঢাকা সিটি কলেজ চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মাঝে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এস এম মোর্শেদ, নিশাত সুলতানা, সাংবাদিক অনিমেষ কর, শারমিন নীরা এবং সবুজ ইউনুস।
শিরোনাম
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত