রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চালু হলো জ্ঞানের আলো সেলুন পাঠাগার

গোপালগঞ্জ প্রতিনিধি

চালু হলো জ্ঞানের আলো সেলুন পাঠাগার

‘এসো আলোকিত মানুষ হই’ স্লোগান নিয়ে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় উদ্বোধন করা হলো দুটি সেলুন পাঠাগারের। গতকাল সকালে জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে উপজেলার রামশীল ও ত্রিমুখী বাজারের দুটি সেলুনে এ কার্যক্রমের উদ্বোধন করেন কথাসাহিত্যিক ও কাস্টমসের অতিরিক্ত কমিশনার অরুণ কুমার বিশ্বাস।  রামশীল বাজারের রিজল রায় ও ত্রিমুখী বাজারের লিটন সরকারের সেলুনে পাঠাগার উদ্বোধনের পরই দেখা যায় বইপ্রেমীদের ভিড়। জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত ম লের সভাপতিত্বে সেলুন পাঠাগার উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মলয় বালা। এ সময় রামশীল ইউনিয়নের চেয়ারম্যান খোকন বালা, টিম লাইফ সাপোর্টের টিম লিডার শান্ত দাস, সরফুজ্জামান দাড়িয়া, শিক্ষক-শিক্ষার্থী,

 সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মলয় বালা বলেন, সেলুনের মতো জায়গায় পাঠাগার স্থাপন একটি ভিন্নধর্মী আয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর