শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

২৪ ঘণ্টায় ৪ মৃত্যু শনাক্ত ২৩২

নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টায় ৪ মৃত্যু শনাক্ত ২৩২

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ২৩২ জনের দেহে। এ নিয়ে গতকাল পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০৫ জনে। শনাক্ত রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জন। গতকাল পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন করোনা রোগী।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ১.৩৬ শতাংশ। গত এক দিনে মৃত ৪ জনের মধ্যে ২ জন ছিলেন পুরুষ ও ২ জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। এর মধ্যে ২ জন ঢাকা বিভাগে এবং ১ জন করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে মারা গেছেন। মৃতদের মধ্যে ৩ জনের বয়স ছিল ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ও ১ জনের বয়স ছিল ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। গতকাল ঢাকা মহানগরীর কভিড হাসপাতালের ৪ হাজার ৯৫১টি সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি ছিল ৫৬১টি শয্যায়। ৭৮৮টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল ৬৮১টি। সারা দেশের কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোর ১৩ হাজার ৯৫২টি সাধারণ শয্যার মধ্যে ফাঁকা ছিল ১২ হাজার ৭৮৬টি। ১ হাজার ২৩৭টি আইসিইউর মধ্যে ফাঁকা ছিল ১ হাজার ২৯টি।

সর্বশেষ খবর