রবিবার, ২৮ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সুরক্ষায় সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি

খাঁটি সুন্নতি চর্চা কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

‘দেশের খাঁটি সুন্নতি চর্চা কেন্দ্র’গুলোর সুরক্ষায় সরকারের কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী সংগঠনের নেতারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী উলামা পরিষদসহ সমমনা ১৩টি ইসলামী সংগঠন আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। ‘জঙ্গি-জামায়াত বিরোধী’ রাজারবাগ দরবারের বিরুদ্ধে কুৎসাচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে নেতারা অপপ্রচার বন্ধে জামায়াত-শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষপাতদুষ্ট রিপোর্ট ও সিআইডির ভুল তদন্ত প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানান। এ ব্যাপারে প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

আল্লামা শোয়াইব আহমদের সভাপতিত্বে মাওলানা কারী কাজী মাসউদুর রহমান, হাফেজ মাওলানা আ: সাত্তার, মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘রাজারবাগ পীরের সব আস্তানা বন্ধের নির্দেশ হাইকোর্টের এ জাতীয় কোনো নির্দেশই দেয়নি হাইকোর্ট। আইনমন্ত্রীর অনুষ্ঠানের বরাতে বলা হয়েছে, রাজারবাগ পীরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইনমন্ত্রীর। এ বিষয়ে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এরকম কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন।’ তারা বলেন, ‘কোথাও নিউজ হচ্ছে ৪৯ মামলা, কোথাও ৮০০ মামলা। কোথাও ৭ হাজার একর, কোথাও নিউজ হচ্ছে ৬ হাজার একর, কোথাও ৩ হাজার একর, আবার কোথাওবা ১ হাজার একর জমি দখল করেছে রাজারবাগ দরবার। মূলত এসব তথ্য বৈপরীত্যই প্রমাণ করে এ সবই জঙ্গি-জামায়াতবিরোধী শতভাগ সুন্নতি আমলের হক রাজারবাগ দরবারের বিরুদ্ধে অপপ্রচার।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর