রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চেয়ারম্যান পদ বাগিয়ে নিতে নানামুখী লবিং তদবির

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এমনিতেই লেগে আছে নানা সমস্যা। বোর্ডে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যকার অভ্যন্তরীণ গ্রুপ-উপগ্রুপ, পৃথক সংগঠন, মামলাসহ অনেক ঝামেলা লেগেই আছে। লোকবল সংকটের মধ্যে নেই বোর্ড চেয়ারম্যানও। গত ২৯ ডিসেম্বর থেকে ভারপ্রাপ্ত দিয়েই চলছে বোর্ড চেয়ারম্যানের পদটি। এবার আলোচনায় বোর্ড চেয়ারম্যান পদে কে আসছেন? চলছে বিভিন্ন গুঞ্জনও। জানা যায়, প্রশাসনিক যোগ্যতাসম্পন্ন যোগ্য চেয়ারম্যানের খোঁজে এখনো দায়িত্ব দেওয়া হয়নি বোর্ড চেয়ারম্যান পদে। বোর্ড চেয়ারম্যান পদ বাগিয়ে নিতে চলছে নানামুখী লবিং-তদবির।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তীর চাকরির বয়স শেষ হয়েছে গেল বছরের ডিসেম্বরের ৩০ তারিখ। এর পর থেকেই বোর্ড চেয়ারম্যান কে হচ্ছেন এ নিয়ে শুরু হয় নানা গুঞ্জন, জল্পনা-কল্পনা। এদিকে চেয়ারম্যান পদ-প্রত্যাশীদের অনেকের মধ্যে দৌড়ঝাঁপ চলছে রীতিমতো। দৌড় প্রতিযোগিতায় আছেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ, ঢাকা-চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিব ও বিভিন্ন কলেজের বিভাগীয় প্রধান-অধ্যাপকও। তাদের নিয়েও চলছে অভ্যন্তরীণ আলোচনা-গুঞ্জন। আলোচনায় আছেন ঢাকা শিক্ষা বোর্ড সচিব বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আবুল মনসুর ভূঁঁইয়া, চট্টগ্রাম শিক্ষা বোর্ড কলেজ পরিদর্শক মো. জাহেদুল হক, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক তুষার কান্তি বড়ুয়া, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সুদীপা দত্ত, সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুসেন কুমার বড়ুয়া, চট্টগ্রাম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুব্রত বিকাশ বড়ুয়া, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয়-প্রধান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার, সরকারি কমার্স কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমসহ আরও কয়েকজন। নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, এ পদে অবশ্যই যোগ্যতম নিয়োগ পাবেন। তারপরও প্রত্যাশীদের পক্ষে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা, লবিং-তদবির তো থাকবেই। তদবিরটা বর্তমান সময়ের একটা চলমান অংশ।

সর্বশেষ খবর