মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দেশে যুদ্ধাপরাধীদের নতুন তালিকা প্রণয়ন করা হচ্ছে না। তবে ক্ষতিগ্রস্ত কেউ আদালতের দ্বারস্থ হতে পারেন। রাজাকারের সন্তানরা রাষ্ট্রীয় সুবিধা বা সরকারি চাকরি পাবে না, এ মুহূর্তে এমন কোনো আইন দেশে নেই। জনগণ চাইলে ভবিষ্যতে এ বিষয়ে চিন্তা-ভাবনা করা হবে। এফডিসিতে গতকাল স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। আয়োজক সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এতে সভাপতিত্ব করেন। তিনি বলেন, কেবল রাজনৈতিক স্বাধীনতাই একটি জাতিকে প্রকৃত মুক্তি দিতে পারে না, তার সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি স্বাধীনতাকে পরিপূর্ণ অর্থবহ করতে পারে। স্বাধীনতা অর্থহীন হবে যদি মানুষের অর্থনৈতিক মুক্তি না হয়।
হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও আমরা দেখছি সুশাসন, মানবাধিকার লঙ্ঘিত হয়। গুম হয়ে যাওয়া মানুষগুলোর পরিবারের কান্না, কোমলমতি শিশুর হাতে প্ল্যাকার্ড নিয়ে পিতার সন্ধানে রাস্তায় দাঁড়িয়ে থাকা, হারিয়ে যাওয়া সন্তানের জন্য মায়ের আহাজারি আমাদের ব্যথিত করে। এসব দেখে মনে হয় আমরা স্বাধীনতার স্বপ্ন পূরণে এখনো সঠিকভাবে এগিয়ে যেতে পারছি না।