বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ ০০:০০ টা

মির্জা ফখরুল দিবাস্বপ্ন দেখছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মির্জা ফখরুল দিবাস্বপ্ন দেখছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল দিবাস্বপ্ন দেখছেন। তিনি স্বপ্ন দেখছেন বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু জনগণ যদি সঙ্গে না থাকে আন্দোলনের ডাক শুধু আস্ফালনই হবে।’ গতকাল খুলনা শিপইয়ার্ডে নির্মিত নৌযান হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে দেশকে পশ্চাৎগামী করেছিল। দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের দৃঢ় বিশ্বাস রয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন মাথাপিছু আয় ছিল ৬০০ ডলারের নিচে, আজ ২৮২৪ ডলার। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা বাতিল করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত দক্ষ। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেন তা বাস্তবায়ন করেন। এ জন্য তাঁর জনপ্রিয়তা আকাশচুম্বী।’

উল্লেখ্য, শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই সরকারের শ্রীলঙ্কা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে লাভ হবে না। তারা শিক্ষা নিতে জানে না। শ্রীলঙ্কায় সবাই নদীতে ঝাঁপিয়ে পড়ছে, এরা (আওয়ামী লীগ সরকার) বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর