রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা

জাতিসংঘে বাংলাদেশিসহ শহীদ শান্তিরক্ষীরা পেলেন ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে গতকাল জাতিসংঘ মহাসচিব শান্তিরক্ষা কার্যক্রমে আত্মোৎসর্গকারী বাংলাদেশের দুজনসহ ৪২ দেশের ১১৭ শান্তিরক্ষীকে মরণোত্তর ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ প্রদান করেছেন। বাংলাদেশের পক্ষে এ মেডেল গ্রহণ করেন রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। জাতিসংঘ সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশসহ ৪২ দেশের স্থায়ী প্রতিনিধির হাতে স্ব স্ব দেশের মেডেল তুলে দিয়ে বলেন, ‘৪২ দেশ থেকে ভিন্ন ভিন্ন ধর্ম-জাতি-গোত্রের শান্তিরক্ষীরা এলেও তাঁদের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল অভিন্ন এবং তা হচ্ছে বিশ্বশান্তি। সবচেয়ে বিপজ্জনক স্থানে পেশাগত দায়িত্ব পালনকালে তাঁরা আত্মত্যাগের মধ্য দিয়ে জাতিসংঘের সুদূরপ্রসারী পরিকল্পনা এগিয়ে নিতে অবিস্মরণীয় অবদান রেখেছেন।

আমরা গভীর শ্রদ্ধায় তাঁদের এ আত্মত্যাগ স্মরণ করছি।’

উল্লেখ্য, কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী দুই বাংলাদেশি শান্তিরক্ষী মেজর এ কে এম মাহমুদুল হাসান ও ল্যান্স করপোরাল মো. রবিউল মোল্লা এ মেডেল পেয়েছেন। মেজর হাসান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত মিনুসকা মিশনে এবং ল্যান্স করপোরাল রবিউল মোল্লা দক্ষিণ সুদানে নিয়োজিত আনমিস মিশনে কর্তব্যরত অবস্থায় নিহত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর