রবিবার, ২৯ মে, ২০২২ ০০:০০ টা

জনগণের ভালোলাগা ও গর্বের জায়গা পদ্মা সেতু

যুবলীগ চেয়ারম্যান শেখ পরশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জনগণের ভালোলাগা ও গর্বের জায়গা পদ্মা সেতু- এমন কথা জানিয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, পদ্মা সেতু নিয়ে আজ বিএনপি-জামায়াত অসন্তুষ্ট। তারা এই সেতুর বিষয়ে একাত্মতা পোষণ করতে পারছে না। এই পদ্মা সেতু তৈরি করা হয়েছে ঋণ নিয়ে নয়, নিজ অর্থে। এখন বিএনপি বলছে, সেতু নির্মাণে টাকা বেশি খরচ হয়েছে। যুবলীগ যদি প্রধানমন্ত্রীর উন্নয়নের গল্প নিয়ে সাধারণ মানুষের কাছে যায়, তাহলে বিএনপি-জামায়াতের অস্তিত্ব থাকবে না। গতকাল দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে দক্ষিণ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

 চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, তথ্য ও গবেষণা সম্পাদক মীর মো. মহিউদ্দিন, উপ-ক্রীড়া সম্পাদক মো. আবদুর রহমান, সহ-সম্পাদক মো. নাসির উদ্দীন মিন্টু ও কার্যনির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের পার্থ সারথি চৌধুরী।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর