সোমবার, ৩০ মে, ২০২২ ০০:০০ টা

১০ হাজার বন্যার্ত পরিবারের পাশে বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও সুনামগঞ্জ প্রতিনিধি

১০ হাজার বন্যার্ত পরিবারের পাশে বসুন্ধরা

সিলেট ও সুনামগঞ্জে অসহায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা। দুই জেলার ১০ হাজার পরিবারের জন্য ঢাকা থেকে পাঠানো হয়েছে খাদ্যসামগ্রী। সিলেটের ৭ হাজার ও সুনামগঞ্জের ৩ হাজার বন্যার্ত পাবেন বসুন্ধরা গ্রুপের এই খাদ্য সহায়তা। গতকাল সিলেটে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হাকিমের কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, লুৎফর রহমান ও সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম। বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ্ দিদার আলম নবেল, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক ইয়াহইয়া ফজল, বাংলানিউজ২৪ডটকমের সিনিয়র করেসপন্ডেট নাসির উদ্দিন, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক সৈয়দ রাসেল, কালের কণ্ঠের আলোকচিত্রী আসকার আমিন রাব্বি, বাংলানিউজের আলোকচিত্রী মাহমুদ হোসেন, নিউজ টোয়েন্টিফোরের ক্যামেরাপারসন শফি আহমদ ও ফটোসাংবাদিক পল্লব ভট্টাচার্য। উল্লেখ্য, ক্ষতিগ্রস্তদের তালিকা করে সিলেটের বিভিন্ন উপজেলায় জেলা পুলিশ ও সুনামগঞ্জ জেলা প্রশাসন বসুন্ধরা গ্রুপের প্রদত্ত এসব ত্রাণসামগ্রী বিতরণ করবে।

ত্রাণ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দেশের শীর্ষ শিল্প গ্রুপ বসুন্ধরা প্রমাণ করেছে তাঁরা শুধু ব্যবসা-বাণিজ্য নয়, দেশ ও মানুষের কল্যাণের কথা চিন্তা করে। তাদের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। সিলেট জেলা পুলিশ অসহায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে বসুন্ধরা গ্রুপের এই ত্রাণ তাদের হাতে পৌঁছে দেবে। এদিকে সুনামগঞ্জে ত্রাণসামগ্রী হস্তান্তর করার সময় বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মাসুম হেলাল। জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হাকিম, সহকারী কমিশনার মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর