রবিবার, ১২ জুন, ২০২২ ০০:০০ টা

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ভারত সরকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। যারা আপত্তিকর বক্তব্য দিয়েছিল তারাও ক্ষমা চেয়েছে। তাই রসুলের নির্দেশ মেনে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। গতকাল বিকালে নগরীর কুমারপাড়ায় আর্ট কলেজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এ বিষয়ে বিভিন্ন দেশে বিভিন্ন লোকজন নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। ভারত সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তাই রসুলের নির্দেশ মেনে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত হবে না। সিলেটে আর্ট কলেজের যাত্রা প্রসঙ্গে তিনি বলেন, সিলেট হচ্ছে আধ্যাত্মিক নগরী। বিভিন্ন সংস্কৃতি এখানে সংযুক্ত হয়েছে।

এটি যেমন শাহজালালের পুণ্যভূমি, তেমনি শ্রী চৈতন্যেরও লীলাভূমি। আমেরিকা যখন আবিষ্কার হয়নি সেই ১৪৯২ খ্রিস্টাব্দে কিংবা ইউরোপে যখন রেনেসাঁ আসেনি; তখন এ বঙ্গভূমিতে ১৪০৮ খ্রিস্টাব্দে চন্ডিদাস গেয়ে উঠেছেন ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’। আমরাও সেই চেতনা ধারণ করি। সম্প্রতি প্রধানমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই আলোকে বলা যায়, এ কলেজ থেকে অনেক মহৎপ্রাণ মহান মানুষ তৈরি হবেন। যাদের নিয়ে আমরা গর্ব করতে পারব। এর আগে মন্ত্রী সিলেট নগরীর কুমারপাড়ায় এ আর্ট কলেজের উদ্বোধন করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর