বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী বহিষ্কার

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে দুই বছর এবং পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল বিকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। রেজিস্ট্রার দফতরের এক অফিস আদেশে বলা হয়েছে, যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরেস্ট্রি অ্যান্ড এনভাইরনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম ও মো. জায়েদ ইকবাল তানিমকে দুই বছরের জন্য এবং লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সুমন দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সৈয়দ মুস্তাকিম সাকিব, ফরেস্ট্রি অ্যান্ড এনভাইরনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. ইমাম হোসেন ইমরান, মো. রিফাত হোসেন ও মো. বিশাল আলীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অফিস আদেশে আরও বলা হয়েছে, বিভিন্ন সময়ে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে এ শাস্তি দেওয়া হয়েছে। বহিষ্কার থাকাকালীন তারা আবাসিক হলে অবস্থান করতে পারবে না এবং ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর