সোমবার, ২১ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামের ২৩ এতিমখানায় বসুন্ধরার খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ২৩ এতিমখানায় বসুন্ধরার খাবার বিতরণ

চট্টগ্রামে ২৩টি এতিমখানার কয়েক হাজার এতিম শিশুকে খাওয়ানো হলো মজাদার, সুস্বাদু ও উন্নতমানের খাবার। গতকাল দেশের শীর্ষ শিল্পপরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)  সায়েম সোবহান আনভীরের নির্দেশনায় খাবারগুলো এসব এতিমখানায় বিতরণ করা হয়। এতিম শিশুরা খাবার খেয়ে মোনাজাতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর এবং দেশ-জাতির উন্নতি-সমৃদ্ধি চেয়ে দোয়া-মোনাজাত করেন। জানা যায়, শনিবার বিকাল থেকেই খাবার রান্না শুরু হয়। অত্যন্ত যত্ন সহকারে রান্না করা হয় সুস্বাদু এসব খাবার। রাত জেগে তদারকিতে ছিলেন বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল সকালে শুরু হয় বক্সে ভরার কাজ। তারপর তালিকা অনুযায়ী গাড়িতে পৌঁছে দেওয়া হয় এতিমখানাগুলোতে।

বসুন্ধরা গ্রুপের একজন কর্মকর্তা বলেন, ‘বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যার এতিম শিশুদের জন্য ঢাকায় প্রতি শুক্রবার নিয়মিত উন্নতমানের খাবার পাঠিয়ে থাকেন। স্যার চিটাগাং স্টক এক্সচেঞ্জের সঙ্গে এবিজি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রামে এসেছেন। এ উপলক্ষে ২৩টি এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর