শিরোনাম
শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
রংপুর সিটি নির্বাচন

আওয়ামী লীগ ও জাপার মধ্যে অস্বস্তি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে বিভেদের দেওয়াল তৈরি হচ্ছে। দুই দলেই বাড়ছে অস্বস্তি। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া চূড়ান্ত হয়ে গেছেন। তার পক্ষ থেকে গতকাল মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। অপরদিকে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুর পক্ষেও মনোনয়ন পত্র তোলা হয়েছে। এ নিয়ে সর্বত্র আলোচনা চলছে এভাবে বিভেদ তৈরি হলে আওয়ামী লীগ নির্বাচনে কতটুকু সফল হতে পারবে? কারণ যারা নির্বাচনী মাঠে ছিল তাদের কেউই মনোনয়ন পাননি। মনোনয়ন বঞ্চিতদের ক্ষোভ শেষ মুহূর্ত পর্যন্ত থাকলে বেকায়দায় পড়বে আওয়ামী লীগ। অপরদিকে জাতীয় পার্টিরও একই অবস্থা। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের প্রার্থী দাবি করে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে সাবেক পৌর মেয়র ও জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান একেএম আব্দুর রউফ মানিকের পক্ষে। এর আগে জাতীয় পার্টি থেকে মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে মনোনয়ন দেন দলের মহাসচিব মজিবুল হক চুন্নু। ইতোমধ্যে মোস্তফা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিকে মানিকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করায় জিএম কাদেরের সঙ্গে রওশন এরশাদের বিরোধ আরও বাড়ল বলে অনেকে মনে করছেন। মানিকের পক্ষ দাবি করছেন তারা লাঙল প্রতীক পাবেন। অপরদিকে জিএম কাদের মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙলের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। শেষ পর্যন্ত কে লাঙল পাবেন তা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। এদিকে মহানগর শ্রমিক লীগ নেতা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এম মজিদ মনোনয়নপত্র সংগ্রহ করলেও ডালিয়াকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। আলোচনা চলছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিজেদের মধ্যে বিভেদ দূর করতে না পারলে তৃতীয় পক্ষ সুবিধা নিতে পারে। তৃতীয় পক্ষ হিসেবে অনেকে মানিক ও জামায়াতের প্রার্থী মাহাবুব রহমান বেলালকে মনে করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর