শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

নিজেদের অর্থে উন্নয়নমূলক কাজ করতে অনুমতির অপেক্ষায় মুসল্লি কমিটি

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে নানা সমস্যা

নিজস্ব প্রতিবেদক

নানা সমস্যায় জর্জরিত বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুসল্লিদের জন্য আধুনিক শৌচাগার, মানসম্মত অজুখানা, আধুনিক সাউন্ড সিস্টেম, অত্যাধুনিক লাইব্রেরিসহ অনেক কিছুই নেই এ জাতীয় মসজিদে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় মসজিদের উন্নয়ন কাজ নিজেদের অর্থে করার প্রস্তাব করেছে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি। উন্নয়ন কাজে অর্থ প্রদান করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এ জন্য চলতি মাসের ৯ তারিখে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে অনুমতির আবেদন করে মুসল্লি কমিটি। মসজিদের উন্নয়ন কাজ শুরু করতে দ্রুত অনুমতি প্রদানে আহ্বান জানিয়েছে মুসল্লি কমিটি। গতকাল দুপুরে বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির নেতারা এ আহ্বান জানান। সংবাদ সম্মেলনে মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী বলেন, ‘এই জাতীয় মসজিদের বিভিন্ন সমস্যার সমাধানের কথা জানিয়ে উন্নয়নমূলক কাজের জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি ও ইসলামিক ফাউন্ডেশন বরাবর কিছুদিন আগে আবেদন করেছি। কিন্তু এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।’ তিনি বলেন, ‘এখানে বিশ্বমানের লাইব্রেরি প্রয়োজন, যেন মুসল্লিরা সব ধরনের মাসলা-মাসায়েল জানতে পারেন। এ ছাড়া মুসল্লিদের জন্য আধুনিক অজুখানা ও শৌচাগার প্রয়োজন। ধর্ম মন্ত্রণালয় যদি অনুমোদন দেয় তাহলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর সাহেব এসব কাজ করে দিতে আগ্রহ পোষণ করেছেন। এ বিষয়ে

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর