শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

ভিয়েতনাম গেছেন বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দল

বিশ্ব শান্তি পরিষদের অ্যাসেম্বলি

ভিয়েতনাম গেছেন বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দল

বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিশ্ব শান্তি পরিষদের ২২তম অ্যাসেম্বলিতে যোগ দিতে ভিয়েতনামের রাজধানী হ্যানয় সফর করছেন। অন্য দুই সদস্য হলেন পরিষদের প্রেসিডিয়াম সদস্য হারুন অর রশীদ এবং সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। প্রতিনিধি দলটি গতকাল ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বিশ্ব শান্তি পরিষদের অন্যান্য দেশের নেতাসহ ভিয়েতনামের রাষ্ট্রপতি নুয়েন জুয়ান ফুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশ শান্তি পরিষদের নেতারা ভিয়েতনামের রাষ্ট্রপতিকে বাংলাদেশ শান্তি পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বিশ্ব শান্তি পরিষদের এই ২২তম অ্যাসেম্বলির কাউন্সিল অধিবেশনে প্রদত্ত বক্তব্যে মোজাফফর হোসেন পল্টু মহান মুক্তিযুদ্ধে ভিয়েতনামের সরকার, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি এবং জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি তার বক্তৃতায় রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে ভিয়েতনাম সরকারের সাহায্য কামনা করেন।

২১ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভিয়েতনামের হ্যানয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে চলমান ইউ?েন যুদ্ধ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের তৎপরতা এবং জনমত গঠন বিষয়ে আলোচনা, প্যালেস্টাইনে ইহুদিদের আগ্রাসন এবং নিপীড়ন বন্ধে করণীয়, একই সঙ্গে ইয়েমেনে চলমান যুদ্ধ, সিরিয়ার পরিস্থিতিসহ মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে আলোচনা ও প্রস্তাব গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর