শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

চট্টগ্রামে দুই পরিবহন মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভুয়া আদেশ

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের ভুয়া আদেশ তৈরির ঘটনায় চট্টগ্রাম অঞ্চলের দুটি পরিবহন কোম্পানির দুই মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন হাই কোর্ট। এরা হলেন হানিফ পরিবহন সার্ভিস লিমিটেড নামে একটি পরিবহন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ কামাল উদ্দিন এবং হানিফ সুপার প্রাইভেট লিমিটেড নামে আরেকটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনিসুল ইসলাম। একই সঙ্গে ভুয়া আদেশ তৈরির ঘটনা তদন্ত করতে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি এবং চট্টগ্রামের পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালত। ৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গতকাল বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। উচ্চ আদালতের ভুয়া আদেশ তৈরির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে চারজনকে ১৪ নভেম্বর তলব করে আদেশ দেন হাই কোর্ট।

২৪ নভেম্বর তাদের হাজির হতে বলা হয়। আদালতের আদেশে তারা সবাই গতকাল হাজির হয়েছিলেন। কিন্তু ভুয়া আদেশ তৈরির কথা কেউ স্বীকার করেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর