বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

জাতিকে মেধাশূন্য করতে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের : তোফায়েল

ভোলা প্রতিনিধি

জাতিকে মেধাশূন্য করতে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের : তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধ যখন শেষ পর্যায়ে,  আমরা যখন বিজয়ের দ্বারপ্রান্তে তখন জাতিকে মেধাশূন্য করার জন্য পাক হানাদার বাহিনী বেছে বেছে মহান ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আমার অনেক প্রিয় শিক্ষক এই দিনে জীবন দিয়েছেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করেছি। আমিও মুজিব বাহিনীর অন্যতম প্রধান হিসেবে আট জেলার দায়িত্ব পালন করেছি। গতকাল সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভোলায় জেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে আলোচনা সভায় ঢাকা থেকে  টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফয়েল আহমেদ এসব কথা বলেন।

 ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল  হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, মোহাম্মদ ইউনুস প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর