সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বাণিজ্যমেলা শুরু ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

আগামী ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ১ জানুয়ারি প্রধানমন্ত্রী বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। পূর্বাচলে বিবিসিএফইসিতে মাসব্যাপী এ মেলা চলবে। ২০২২ সালের মেলার সাধারণ দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বিআরটিসি ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবারও তেমন ব্যবস্থা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। মেলায় বিভিন্ন ক্যাটাগরির ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫টি ফুড স্টল দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে।

২০২০ ও ২০২১ সালে করোনার কারণে আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজন করা সম্ভব হয়নি। তবে চলতি ২০২২ সালের ১ জানুয়ারি মেলা আয়োজন করা হয়।

সর্বশেষ খবর