শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরার পাকা ঘর পেলেন মুক্তিযোদ্ধা বিজয় দাস

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরার পাকা ঘর পেলেন মুক্তিযোদ্ধা বিজয় দাস

শীতের রাতে পুরনো কাপড় বা পলিথিনের জোড়াতালির বেড়ার ফাঁক দিয়ে ঘরে আর ঢুকবে না হিমেল হাওয়া। বৃষ্টির দিনে চালের ফুটো দিয়ে বিছানায় গড়িয়ে পড়বে না পানি। এখন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন গাজীপুর সদর উপজেলার বারিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিজয় দাস। দরিদ্র বিজয় দাস ঘর তৈরির সামর্থ্য না থাকায় ভাঙা ঘরে চরম কষ্টে স্ত্রী গীতা রানী দাসকে নিয়ে দিন-যাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে এগিয়ে আসেন কালের কণ্ঠ শুভসংঘের সদস্যরা। পরে বিজয় দাসের দুই কাঠা জমিতে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সহায়তায় কালের কণ্ঠ-শুভসংঘ দুই কক্ষের একটি পাকা ঘর তৈরির উদ্যোগ নেয়। গতকাল সকালে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া লিমিটেডের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বীর মুক্তিযোদ্ধা বিজয় দাস ও তাঁর স্ত্রী গীতা রানী দাসের হাতে নবনির্মিত ঘরের চাবি তুলে দেন। এ সময় কালের কণ্ঠের উপসম্পাদক হায়দার আলী, গাজীপুর শুভসংঘের প্রধান উপদেষ্টা সমাজসেবক মো. আক্রাম হোসেন, সভাপতি মুসাফির ইমরান, শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক মো. জাকারিয়া জামান, গাজীপুর শুভসংঘের সদস্য আহসান, হাবিব, রিয়াজ, আলভী, ওমরা, কলি, উর্মি, নিলয়, আবু সালেহ মুসা, নওশীন, শ্রাবণ, শামীম, এমরান, হƒদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর