শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

হরিজন কলোনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগা সাদেক রোডের মিরণজিল্লা হরিজন কলোনিতে গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় ওই কলোনির প্রায় ৮০০ জনকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। এ ছাড়া কলোনির স্কুলগামী সব ছাত্রছাত্রীকে স্কুলব্যাগ, খাতা, কলম, পেনসিল বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন ফর ওল্ড অ্যান্ড ডিসট্রেসড (হুড) এ কর্মসূচির উদ্যোক্তা। সংগঠনের সভাপতি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. মো. নজরুল হোসেন বলেন, ‘নটর ডেম কলেজের এইচএসসি ১৯৯২ ব্যাচের কয়েকজন ছাত্র এবং সমমনাদের সমন্বয়ে এ সংগঠন। অসহায়-বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের লক্ষ্য।’ সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী হাসান আহাম্মদ খান বলেন, ‘সমাজের অন্যতম অবহেলিত গোষ্ঠী হলো পরিচ্ছন্নতা কর্মীরা। ফ্রি মেডিকেল ক্যাম্পে তাদের বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তের সুগার পরীক্ষা করা হয়েছে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর