বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সূচক ও লেনদেন কিছুটা বেড়েছে শেয়ারবাজারে

চালু হলো এটিবি

নিজস্ব প্রতিবেদক

টানা দরপতন ও লেনদেন খরা থেকে বেরিয়ে সপ্তাহের চতুর্থদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকয়টি মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস শেয়ারবাজার কিছুটা ঊর্ধ্বমুখী। দিনের লেনদেন শেষে ডিএসইতে ৭৭ প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯০টির। আর ১৮৮টির দাম অপরবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২০২ পয়েন্টে উঠে এসেছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ২৯১ কোটি ১১ লাখ টাকার। আগের দিন লেনদেন হয়েছিল ১৯৮ কোটি ৯০ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৯২ কোটি ২১ লাখ টাকা। এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৪ পয়েন্ট। লেনদেন হয়েছে ১০ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৮টির এবং ৯৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজারে চালু হলো এটিবি : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চালু হলো অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)। গতকাল ডিএসই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এটিবির লেনদেন উদ্বোধন করেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর