খরা কাটিয়ে লেনদেনে গতি ফিরেছে শেয়ারবাজারে। সূচকের বড় উত্থানে ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। গতকাল সপ্তাহের তৃতীয় দিন ডিএসই ও সিএসইর (চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) সব কটি মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। বাজার-সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে বড় বিনিয়োগকারীরা সক্রিয় হওয়ায় বেড়েছে লেনদেনের গতি।
দিনের লেনদেন শেষে ডিএসইতে ১১৯ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৮টির। আর ১৮৬টির দাম অপরবর্তিত রয়েছে। ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ৯০০ কোটি ৪৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৭৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৮৬ কোটি ৭২ লাখ টাকা। এর মাধ্যমে গত বছর ৯ নভেম্বরের পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হলো। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪২ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে ৭৮টির দাম বেড়েছে।