বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ছিনতাইয়ের প্রতিবাদ করায় যাত্রীকে পেটালেন ট্রেনের ক্লিনাররা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে যাত্রী শিমুল ইসলামকে (৩৫) পেটানোর অভিযোগ পাওয়া গেছে। কয়েকজন ক্লিনার তাকে পেটান বলে তিনি অভিযোগ করেছেন। গতকাল সকাল ৮টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পরে রেলওয়ে জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের লবি থেকে ছিনতাইকারীরা কুমকুম নামের এক যাত্রীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটে রাজশাহীর সরদহ রোড স্টেশনে। ছিনতাইয়ের ঘটনার পরে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর ওই ট্রেনের দায়িত্বে থাকা গার্ড মনির হোসেন এবং অ্যাটেনডেন্ট তরিকুল ইসলামের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। এ সময় একজন ক্লিনারকে ধরে চড়-থাপ্পড় মারা হয় বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার পর ট্রেনটি রাজশাহী স্টেশনে থামলে ক্লিনার লাল মিয়াসহ কয়েকজন মিলে যাত্রী শিমুল ইসলামকে মারপিট করেন।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

শিমুল অভিযোগ করেন, ‘ট্রেনে ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত ক্লিনার, গার্ড এবং অ্যাটেনডেন্টরা। তা না হলে এত লোক হুট করে প্রথম শ্রেণির বগিতে ওঠার কথা নয়। এর প্রতিবাদ করায় গার্ড মনিরসহ কয়েকজন ক্লিনার আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই।’

রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক সাহাদৎ হোসেন জানান, ‘এটা একটা ভুল বোঝাবুঝি। কেউ লিখিত অভিযোগ করেননি। তবে যাত্রী শিমুল বলে গেছেন, তিনি লিখিত অভিযোগ করবেন। একইভাবে ট্রেনের ক্লিনার লাল মিয়াও অভিযোগ করবেন বলে জানিয়েছেন। তারা অভিযোগ করলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবদুর করিম বলেন, ‘রাজশাহীর সরদহ রোড স্টেশনে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে আসলে সকাল আটটার দিকে বাকবিতন্ডার ঘটনা ঘটে। আমরা সিসিটিভি ফুটেজ দেখছি। জিআরপি থানায় কথা বলেছি। বিষয়টি দেখা হচ্ছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর