সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জাবিতে নিরাপদ সড়ক দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি

নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা বিভাগ। সংহতি জানিয়ে মানববন্ধনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তায় মানববন্ধনে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ বলেন, ‘২০২২ সালের জানুয়ারিতেও আমাদের বিভাগের ৪৭তম ব্যাচের পূজা মজুমদারের দুর্ঘটনার বিচার চেয়ে মানববন্ধন করেছিলাম। এক বছরের ব্যবধানে আজ আবারও দাঁড়াতে হলো জাহিদের জন্য। আর কোনো শিক্ষার্থীর জন্য আমরা দাঁড়াতে চাই না।’ মানববন্ধন শেষে উপাচার্য বরাবর পাঁচ দফা সংবলিত স্মারকলিপি দেন সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। দাবিগুলো হচ্ছে- দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তি নিশ্চিত করা, লাইসেন্সবিহীন মোটরবাইক ও অবৈধ অটোরিকশা বন্ধ করা, প্রয়োজনীয় স্পিডব্রেকার ও ফুটপাত নির্মাণ এবং সড়কবাতির সংখ্যা বৃদ্ধিকরণ।

উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষার্থীকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তার উত্তর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর