শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শহীদ ড. জোহা দিবস আজ

রাবি প্রতিনিধি

শহীদ ড. জোহা দিবস আজ

আজ ১৮ ফেব্রুয়ারি শহীদ ড. শামসুজ্জোহা দিবস। ১৯৬৯ সালের এই দিনে গণঅভ্যুত্থান চলাকালে হানাদার বাহিনীর হাত থেকে ছাত্রদের বাঁচাতে গিয়ে নৃশংসভাবে নিহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক ও তৎকালীন প্রক্টর ড. সৈয়দ মুহম্মদ শামসুজ্জোহা। তিনিই বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রথম শহীদ বুদ্ধিজীবী। ছাত্রদের জন্য আত্মাহুতি দিয়ে তিনি বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তাঁর মৃত্যুতে দেশের গণ অভ্যুত্থান আরও বেগবান হয়েছিল। জানা যায়, ১৯৬৯ সালের ১৭ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থান চলাকালীন কারফিউ ভঙ্গ করে আন্দোলন করতে গিয়ে আহত হন রাবির কয়েকজন ছাত্র। আহত ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা শেষে শিক্ষকদের নিয়ে একটি জরুরি সভা ডাকেন প্রক্টর ড. জোহা। শহীদুল্লাহ কলা ভবনের সামনের এই সভায় তিনি বলেন, ‘কোনো ছাত্রের গায়ে গুলি লাগার আগে যেন আমার গায়ে লাগে।’ পরদিন ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরে যেতে চাইলে প্রধান ফটকের সামনে গুলি করার প্রস্তুতি নেয় পাকিস্তান সেনাবাহিনী। সে সময় ড. জোহা নিজের পরিচয় দিয়ে সেনা সদস্যদের সরে যেতে বলেন। সেনারা দাবি মানতে নারাজ হলে তর্কে জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে ড. জোহাকে গুলি করে ও বেয়নেটে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করে বর্বর পাক সেনারা।   প্রতি বছর ১৮ ফেব্রুয়ারি শহীদ জোহা দিবস পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। একই সঙ্গে ১৮ ফেব্রুয়ারিকে সরকারিভাবে জাতীয় দিবস ঘোষণার দাবি জানিয়ে আসছেন তারা।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর