সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

৩০০ কোটি টাকার নিচে নামল লেনদেন

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথমদিন শেয়ারবাজারে সূচকের পতন দিয়ে শেষ হয়েছে। সূচকের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০০ কোটি টাকার কম  লেনদেন হয়েছে। এর মাধ্যমে দেড় মাস পর এক দিনে ৩০০ কোটি টাকার নিচে নামল লেনদেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেনে অংশ  নেওয়া যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে, কমেছে তার পাঁচগুণের চেয়ে বেশি। তবে বেড়েছে  লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ১৮টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৮টির। আর ১৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট কমে ৬ হাজার ২২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনভর বাজারটিতে  লেনদেন হয়েছে ২৮৫ কোটি ১৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৪০ কোটি ৩৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৫৫ কোটি ১৮ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে  বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। কোম্পানিটির ২৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩ টাকা ৬০ পয়সা কমে ১৩৫ টাকায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪৪ পয়েন্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর