চট্টগ্রামের গণপরিবহনে চলছে ওয়েবিলের নামে নীরব চাঁদাবাজি। বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে টাকা আদায় করা হয়। তবে ওই টাকার গন্তব্য কোথায় জানেন না চালকরা। ভুক্তভোগীরা বলছেন, আদায় করা টাকা যায় পুলিশ, ক্ষমতাসীন দলের কথিত নেতা ও শ্রমিক নেতাদের পকেটে। নগরের সাত রুটের তথ্য অনুযায়ী, ওয়েবিলের নামে শ্রমিক নেতারা আদায় করছেন প্রতি মাসে ১ কোটি ১ লাখ ৬৫ হাজার টাকা। আর এ টাকার ভাগ যায় প্রতিটি মোড়ে থাকা ট্রাফিক ইন্সপেক্টর টিআই, সার্জেন্ট, টিআই (প্রশাসন), থানা পুলিশ, টহল পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের পকেটে। এরপর যে টাকা থাকে তা অফিস খরচের নামে পকেটভারী করেন কথিত শ্রমিক নেতারা। নগরের সাত রুটের সবচেয়ে বেশি শ্রমিক নিয়ন্ত্রণ করেন হারুন ও জানে আলম নামে দুই নেতা। চালকরা বলছেন, প্রতিদিন ১৫০-২০০ টাকা লাইন খরচ বাবদ দিতে হয়। এর বাইরে মাসেও দিতে হয় ২ হাজার টাকা। তারপরও পুলিশ নানা অজুহাতে ঝামেলা করে। সবখানে টাকা দেওয়ার পরও ঝামেলা করলে এসব টাকা কেন দেব। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ বলেন, চালকরা কেন অবৈধ টাকা দেবেন। যদি তাদের সব কাগজ ঠিক থাকে তাহলে তারা যেন কোনো অবৈধ লেনদেন না করেন। আর কোনো শ্রমিক নেতা বা আমাদের কেউ তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা চাইলে তথ্য প্রমাণসহ অভিযোগ দিলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।