রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

শঙ্খপাড়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় বজ্রপাতে মো. ইউনুছ (৩২) নামের এক যুবক মারা গেছেন। গতকাল সকালে শঙ্খ নদীর পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম জানান, জমিতে কাজ করতে যাওয়ার সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ইউনুছ আহত হন। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পৌরসভার চাগাচর এলাকার মিয়া হোসেনের ছেলে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর