রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

দেশে হরিলুটের রাজত্ব কায়েম করেছে সরকার : মন্টু

নিজস্ব প্রতিবেদক

গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেছেন, বাংলাদেশে হরিলুটের রাজত্ব কায়েম করেছে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার। সবচেয়ে নিরাপদ জায়গা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুট হয়েছে, যার কোনো মামলা হয়নি, কেউ গ্রেফতারও হয়নি। অথচ আমরা দেখতে পাই সাংবাদিকদের ওপর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে দেশের জনগণের বাকস্বাধীনতা হরণ করতে চায়। গতকাল রাজধানীর মতিঝিলে গণফোরাম চত্বরে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ কথা বলেন তিনি। গণফোরাম-বাংলাদেশ পিপলস পার্টি যৌথভাবে এই কর্মসূচি পালন করে। গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষ নির্দলীয় সরকারের দাবিসহ নানা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, পিপলস পার্টির মহাসচিব আবদুল কাদের, এ কে এম জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।

 

 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর