রবিবার, ৭ মে, ২০২৩ ০০:০০ টা

নবম বেতন কমিশনের দাবিতে আলটিমেটাম সরকারি চাকুরেদের

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩০ মের মধ্যে নবম বেতন কমিশন গঠন, ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানসহ পাঁচ দফা দাবি না মানলে ১ জুলাই থেকে বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংগঠনের দুই দিনব্যাপী কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনের শেষ দিনে গতকাল সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এই আল্টিমেটাম ঘোষণা করেন। সম্মেলনে টিইউআই পাবলিক সার্ভিসের প্রেসিডিয়াম সদস্য ভোলানাথ পোখরেল, ডেপুটি জেনারেল সেক্রেটারি কমরেড শ্রীকুমার, সর্বভারতীয় রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সভাপতি সুবাস লাম্বাসহ এশিয়ার বিভিন্ন দেশের ১৯ জন প্রতিনিধি অংশ নেন। সৈয়দ সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশের সহস্রাধিক প্রতিনিধির অংশগ্রহণে সমাপনী পর্বে ১৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর