রংপুর নগরীতে গতকাল অনুষ্ঠিত গণসমাবেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্তব্ধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে- মহাপরিকল্পনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আগামী ১ জুন রংপুর বিভাগের সর্বত্র ৫ মিনিটের জন্য সবকিছু স্থবির রাখা হবে। বিকালে পাবলিক লাইব্রেরি মাঠে এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী। প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি ছাড়াও বক্তৃতা করেন সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি এবং স্থানীয় নেতারা। গণসমাবেশ উদ্বোধন করেন রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।