বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিনজন কাউন্সিলর প্রার্থীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিন উদ্দিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরে এই দন্ডাদেশ দেন। জানা যায়, গতকাল শেষ দিনে দলবল নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান কয়েকজন প্রার্থী। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জাকির হোসেন ভুলুকে ৫ হাজার, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ আনোয়ার হোসেনকে ২০ হাজার এবং ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শহীদ খান আজাদকে ২০ হাজার টাকাসহ মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাচন কমিশনের ভ্রাম্যমাণ আদালত। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহেল মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।