কুমিল্লার বরুড়ায় বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়েছেন ৩ সহস্রাধিক মানুষ। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন ও এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল বরুড়া উপজেলার ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজে এই সেবা প্রদান করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, মাঠভর্তি রোগী। সেবাগ্রহীতাদের বেশির ভাগ নিম্নআয়ের মানুষ। টোকেন নিয়ে সুশৃঙ্খলভাবে ডাক্তারের পরামর্শ নিচ্ছেন। সেবা পেয়ে খুশি তারা। তাদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ ছাড়া চশমা দেওয়াসহ যাদের চোখের ছানি ও মাংস বৃদ্ধির সমস্যা রয়েছে, তাদেরও বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। বরুড়ার পাশাপাশি কুমিল্লার লাকসাম, লালমাই, পাশের চাঁদপুর, নোয়াখালী থেকেও মানুষজনও এই ক্যাম্পে আসেন সেবা নিতে। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ১৪ জনের একটি বিশেষজ্ঞ টিম এখানে সেবা দিতে আসেন। বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহম্মেদের নির্দেশনায় চিকিৎসক দলটির নেতৃত্বে ছিলেন ডা. মো. রিপন আলী। সেবা দেওয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জাকারিয়া তাহের সুমন, প্রধান উপদেষ্টা প্রফেসর মাহবুবুর রহমান, পরিচালক কাউসার আলম সেলিম ও সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন কল্লোল। তারা বলেন, সকাল ৮টা থেকে শুরু হওয়া এই চিকিৎসাসেবা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে। আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষ এখানে সেবা নিতে এসেছেন। আমাদের ডাকে সাড়া দিয়ে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং ভিশন কেয়ার ফাউন্ডেশন এখানে বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা করায় তাদের প্রতি কৃতজ্ঞ। আমরা বরুড়ায় দুটি সেবা ক্যাম্প করেছি। আশা করছি বসুন্ধরা আই হসপিটালের সঙ্গে আরও চারটি ক্যাম্প করতে পারব। বসুন্ধরা আই হসপিটালের সহযোগিতায় চোখের সমস্যামুক্ত বরুড়া উপজেলা গড়ে তুলতে পারব। বরুড়ার বেওলাইন গ্রামের ৮০ বছর বয়সী কামাল হোসেন বলেন, এ অঞ্চলে এমন উদ্যোগ আর দেখিনি। তারা বিনা খরচে আমাদের সেবা দিয়েছে, ওষুধ দিয়েছে। দোয়া করি, মহান আল্লাহ তাদের ভালো করুক। ওড্ডা গ্রামের মরিয়ম বেগম বলেন, আমার বয়স ৮০ বছর। চোখে ভালোভাবে দেখি না। দীর্ঘদিন ধরে যন্ত্রণায় আছি। কিন্তু টাকার জন্য অপারেশন করাতে পারছিলাম না। ডাক্তার ভালোভাবে আমার চোখ দেখেছেন। বলেছেন, চোখের অপারেশন করতে হবে। সব খরচ তারা দিয়ে আমাকে ঢাকা নিয়ে অপারেশন করিয়ে আনবেন। আমি অনেক খুশি এবং তাদের জন্য দোয়া করি। চিকিৎসক ডা. মো. রিপন আলী বলেন, বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট মানুষের কল্যাণে কাজ করছে। আমাদের এখানে আনার জন্য ভিশন কেয়ার ফাউন্ডেশন ও এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
বসুন্ধরা আই হসপিটালের সেবা পেয়ে খুশি ৩ হাজার মানুষ
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর