রবিবার, ৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দি প্রিমিয়ার ব্যাংক অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ গতকাল রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  মোহাম্মদ  আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত      ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল, পর্ষদের সদস্য পরিচালক বি এইচ হারুন ও আবদুস সালাম মুর্শেদী এমপিসহ ঊর্ধ্বতন  কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

উদ্বোধনী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ বি এম ইকবাল ২০২৪ সালের প্রথম অর্ধ বছরের সাফল্যে এবং বাংলাদেশের সর্বোচ্চ র?্যাঙ্কিং (ট্রিপল-এ) অর্জনের জন্য ব্যাংকের ম্যানেজমেন্ট, শাখাপ্রধান এবং আঞ্চলিক প্রধানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সাফল্যের এ প্রবণতা ব্যাংকিং খাতে নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করে দেশের অন্যতম সেরা ব্যাংক হিসেবে অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর