কারারক্ষীদের ওপর বিভিন্নভাবে নির্যাতন, কারাভ্যন্তরে নানান অনিয়ম, লুটপাট, ধর্মবিদ্বেষী আচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগে পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার দেব দুলাল কর্মকারকে গতকাল দুপুরে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ কারারক্ষীরা। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম সপরিবার দেব দুলালকে উদ্ধার করেন। কারারক্ষীদের অভিযোগ, পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার দেব দুলাল কর্মকার কারারক্ষীদের তাদের ন্যায্য পাওনা থেকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত এবং কারাগারে তাদের বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। বিভিন্ন দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। মো. আমিনুল ইসলাম জানান, কারারক্ষীদের ক্ষোভের মুখে দেব দুলালকে জেলখানা থেকে নিয়ে যাওয়া হচ্ছে।
পরে জেলা ম্যাজিস্ট্রেটের সিদ্ধান্ত অনুসারে জেলা প্রশাসনের এক কর্মকর্তা জেল সুপারের দায়িত্ব পালন করবেন।