শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

এটিএম বুথে টাকার সংকট

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকের এটিএম বুথে টাকার সংকট থাকার অভিযোগ পাওয়া গেছে। চলমান পরিস্থিতির মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাংকের এটিএম বুথে থেকে গ্রাহকরা টাকা উত্তোলন করতে পারছেন না। অধিকাংশ ব্যাংকের বুথগুলোতে টাকা নেই অথবা সেবা বন্ধ রয়েছে এমন সাইনবোর্ড ঝুলানো দেখা গেছে। ফলে কেউ টাকা তুলতে পারছে না। এতে বিপাকে পড়েছেন ব্যাংকের গ্রাহকরা।

জানা গেছে, নগদ টাকার ওপর চাপ কমাতে আগেই ব্যাংকগুলো ঘোষণা দেয় ভিন্ন ব্যাংক বুথ থেকে টাকা তোলা যাবে না। এ ছাড়া চেক দিয়ে নগদ ১ লাখ টাকার বেশি কেউ তুলতে পারবে না। এ ঘোষণার পর বুথগুলোতেও টাকা সরবরাহ সীমিত হয়ে পড়ে। ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে পরিবর্তিত পরিস্থিতির কারণে বুথগুলোতে টাকা সরবরাহ করা যাচ্ছে না।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর