বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কাঁঠালবাগানে গুলিতে আহত নয়ন মিয়া (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকায় একটি গ্যারেজে কাজ করতেন। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। জানা গেছে, নয়ন মিয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গাবদা গ্রামের লোকমান হোসেনের ছেলে। তিনি কাঁঠাল বাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
তার শ্বশুর এরশাদুল হক জানান, গত ৪ আগস্ট বিকালে নয়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কাঁঠালবাগান ঢালের একটু সামনে যাওয়া মাত্রই একটি গুলি তার মাথায় এসে লাগে। পরে তারা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।