বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত সাতজনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে তুরস্ক। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে দেশটিতে বিনামূল্যে তাদের চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস শাখার মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা গতকাল বলেছেন, তুরস্ক সম্প্রতি আমাদের এটি নিশ্চিত করেছে। এই উদার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে, তুরস্ক সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে। তিনি বলেন, তুরস্ক সরকার বিনামূল্যে চিকিৎসা দিতে রাজি হওয়ায় এখন সাতজন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বেছে নেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সে ব্যাপারে তুরস্ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিনের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে আলোচনা হয়।
গত ২৭ আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোন আলাপের সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে তুরস্ক সরকারের একটি প্রতিনিধি দল সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধান করতে ১৩ থেকে ১৫ অক্টোবর বাংলাদেশ সফর করে।