জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে কমিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আর এফ কেনেডি হিউম্যান রাইটসের এশিয়ার স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার এবং আন্তর্জাতিক পরামর্শ ও বিচারিক কার্যক্রমের ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলিটা ব্যায়েন্স উপস্থিত ছিলেন। বৈঠকে ঐকমত্য কমিশনের কার্যক্রম, অগ্রগতি এবং লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
কমিশনের পক্ষ থেকে অধ্যাপক আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশন একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সনদ প্রণয়ন করতে চায়, যা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য একটি সুনির্দিষ্ট রূপরেখা নির্ধারণ করবে। এ লক্ষ্যে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ করে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবে কমিশন।
এ সময় আর এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডি ঐকমত্য কমিশনের কাজের প্রশংসা করেন এবং কমিশনের সাফল্য কামনা করেন।