দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জয়নুল আবদিন ফারুক বলেন, এ সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু সরকার নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে। কাউকে কাউকে সুবিধা দেওয়ার জন্য তারা এই কর্মকাণ্ড করছে বলে মনে হচ্ছে। সময় মতো নির্বাচন না দিলে ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তখন বিএনপিকে কেউ আটকাতে পারবে না। আমরা সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন।
সময় মতো নির্বাচন না হলে আমরা আন্দোলন নিয়ে মাঠে নামব।
তিনি বলেন, যেসব আকাক্সক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, দীর্ঘ নয় মাসেও সেসব পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি। তারা অভ্যুত্থানের অর্জন ম্লান করে দিচ্ছে। শেখ হাসিনা পালিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয় এখনো লুটপাট অব্যাহত রয়েছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে। যারা তাকে পালিয়ে যেতে সাহায্য করছেন অবিলম্বে তাদের নাম প্রকাশ করতে হবে।